বাংলাদেশে কমছে করোনা আক্রান্তের সংখ্যা

ইউরোপ-আমেরিকায় যখন নতুন করে লকডাউন হচ্ছে ঠিক তখনই বাংলাদেশে করোনার দাপট কমে আসছে। গত দু'দিনে এমন ইঙ্গিতই মিলেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ জন। শনাক্ত হয়েছেন এক হাজার ২৮৯ জন। আগের দিন মারা যান ১৫ জন। শনাক্ত হন এক হাজার ৪৬৯ জন। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের পরিস্থিতি একটু ভিন্ন। অনেকে হাসপাতালে যাচ্ছেন না। টেস্টও কম হচ্ছে। এর ফলে প্রকৃত চিত্র বেরিয়ে আসছে না। তারা অবশ্য এক বাক্যে স্বীকার করছেন, বাংলাদেশে আসলেই করোনায় মৃত্যুর হার কম। স্বাস্থ্য বিজ্ঞানী ডা. আব্দুন নূর তুষার মনে করেন, পরীক্ষা না হলে রোগী কম থাকাটাই স্বাভাবিক। পঞ্চাশের নিচে জনসংখ্যা বেশি থাকায় বাংলাদেশ এই বাড়তি সুবিধা পেয়েছে।

ওদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার এক অনুষ্ঠানে বলেছেন, সামনে শীত আসছে। শীতে করোনার প্রকোপ বাড়ে। আমাদেরকে সুরক্ষিত থাকতে হবে। মানতে হবে স্বাস্থ্যবিধি। প্রধানমন্ত্রী বলেন, ইউরোপের অনেক দেশ লকডাউন ঘোষণা করেছে। আমরা এখনও করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে কমছে করোনা আক্রান্তের সংখ্যা