সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

শহীদ হামজা ব্রিগেড নামের একটি জঙ্গী সংগঠনকে অর্থায়নের অভিযোগে গ্রেফতার হওয়া সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বা র‌্যাব। রোববার চট্টগ্রামের একটি আদালতে ওই অভিযোগপত্র জমা দেয়া হয়। এর আগে এ সংক্রান্ত আরেক মামলায় ওই আইনজীবীসহ আরও ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। র‌্যাবের দাবি, শহীদ হামজা ব্রিগেড নামের ওই জঙ্গী সংগঠনের জন্য সংগৃহীত এক কোটি ৩৮ লাখ টাকার মধ্যে ওই আইনজীবীসহ তিনজন আইনজীবী দিয়েছেন ১ কোটি ৮ লাখ টাকা। এছাড়া অর্থের যোগানদাতা হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক আল্লামা লিভদির নামও এসেছে।
এদিকে, যুদ্ধাপরাধের দায়ে ফাসির দন্ডপ্রাপ্ত জামায়াত প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় পুনঃবিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি এক সপ্তাহ পিছিয়েছে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। রোববার ওই শুনানির শুরু দিন ধার্য ছিল।...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

AMIR FARZANA