উত্তরের বন্যা পরিস্থিতির আরো অবনতি

উজানের ঢল এবং টানা বৃষ্টিপাতের ফলে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনাসহ সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নতুন করে নিম্নঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। ফলে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা বগুড়ার কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে গাইবান্ধা পানি উন্নয়ণ বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান ভয়েস অফ আমেরিকাকে বলেন, উত্তরের সব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধগুলো এখনো ভালো আছে। ঝুকিপূর্ণ জায়গাগুলো তদারকি করা হচ্ছে।

এদিকে রাজশাহীর পদ্মা নদীও বেশ উত্তল হয়ে উঠেছে। এই নদীতেও আশংঙ্কাজনক হারে পানি বৃদ্ধি পাচ্ছে।

Your browser doesn’t support HTML5

উত্তরের বন্যা পরিস্থিতির আরো অবনতি