পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী জন জে সিলিভান বৈঠক করেছেন

Mahmud ali & John silvan

ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে উপ পররাষ্ট্রমন্ত্রী জন জে সিলিভানের সঙ্গে গতকাল বৈঠক করেছেন। পররাষ্ট্রমন্ত্রী আলীকে স্বাগত জানিয়ে সালিভান রোহিঙ্গা সংকট বাংলাদেশ যে ভাবে মোকাবিলা করেছে তার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেওর আমন্ত্রণে অ্যাডভান্স রিলিজিয়াস ফ্রিডম শীর্ষক মন্ত্রী পর্যায়ের এই প্রথম সম্মেলনে যোগ দিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী। আজ এবং আগামিকাল এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশকে ব্যাপক মানবিক সংকটের সময়ে মানবিক ও রাজনৈতিক সমর্থন জানানোর জন্য প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধন্যবাদ পৌঁছে দেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রশাসনকে মিয়ান্মারের ব্যাপারে সম্পৃক্ত থাকার কথা বলেন যাতে করে পালিয়ে আসতে বাধ্য হওয়া রোহিঙ্গারা নিরাপদে নিজের দেশে ফিরে যেতে পারে।