জিডিপির হার নিয়ে সিপিডির সংশয়

BD growth

সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) মনে করে বর্তমান সরকারের ১০০ দিন ছিল উদ্যোগহীন, উৎসাহহীন, উচ্ছ্বাসহীন এবং উদ্যমহীন। গতানুগতিক ধারাবাহিকতাও বলা যায়। এই বছর জিডিপি ৮ দশমিক ১৩ শতাংশ হবে বলে সরকারি হিসাবের সঙ্গেও দ্বিমত পোষণ করে সংস্থাটি। তারা মনে করে, এটা ঈর্ষণীয়। কিন্তু বাস্তবসম্মত নয়। বাংলাদেশের উন্নয়নের স্বাধীন পর্যালোচনা, বর্তমান সরকারের প্রথম ১০০ দিন শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এই অভিমত ব্যক্ত করেন।

ড. দেবপ্রিয় বলেন, রাজনৈতিক প্রতিশ্রুতি হলো পরিবর্তন, দিন বদল। কিন্তু তা আটকে রাখছে রাষ্ট্রযন্ত্রের মধ্যে থাকা সুবিধাভোগীরা। মনে রাখতে হবে, আওয়ামী লীগের দেয়া নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বকেই নিতে হবে। তা না হলে এই ইশতেহার কাল্পনিক দলিল হিসেবেই ইতিহাস বিচার করবে।
খেলাপি ঋণ প্রসঙ্গে সিপিডির প্রতিবেদনে বলা হয়, এটা কমানোর লক্ষ্যে সরকার ও বাংলাদেশ ব্যাংক থেকে দেয়া সুবিধার ফলে উল্টো ঋণ খেলাপিরা ও দুর্বল ব্যাংক উৎসাহিত হবে। বিনিয়োগের ক্ষেত্রে তারল্য সংকট দেখা দেবে।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।

Your browser doesn’t support HTML5

জিডিপির হার নিয়ে সিপিডির সংশয়