বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি এর প্রবৃদ্ধি ৮ শতাংশ হতে পারে 

ADB

চলতি ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি এর প্রবৃদ্ধি ৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি।

বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এডিবি এর এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৯ আপডেট প্রকাশ করা হয় যাতে বাংলাদেশের প্রবৃদ্ধি সম্পর্কে এমন পূর্বাভাষ দেয়া হয়েছে । সংবাদ সম্মেলনে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেছেন উচ্চ প্রবৃদ্ধি অর্জন এবং তা ধরে রাখার জন্য দেশের ব্যাংক এবং বাণিজ্যকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হবে এবং একই সাথে ঋণ ব্যবস্থাপনার উন্নয়ন করতে হবে ও উন্নয়নের কাজে নিজস্ব সম্পদের ব্যাবহার ব্যাবহার বাড়াতে হবে । তিনি বলেন বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হলেও বাংলাদেশের রফতানি বাণিজ্য বাড়ার সম্ভাবনা তৈরি হওয়ার সুযোগ থাকবে।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এক অনুষ্ঠানে আশা প্রকাশ করেছেন যে চলতি অর্থ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ৩ শতাংশ অর্জন করা সম্ভব হবে ।

ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদন।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি এর প্রবৃদ্ধি ৮ শতাংশ হতে পারে