বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর নির্মাণে ছ’টি দেশের আগ্রহ প্রকাশ

সরকার পটুয়াখালীর পায়রায় গভীর সমুদ্র বন্দর নির্মাণের যে পরিকল্পনা গ্রহণ করেছে, তা নির্মাণে এখন পর্যন্ত আগ্রহ দেখিয়েছে ৬টি দেশ। এসব দেশগুলো হচ্ছে - চীন, ভারত, নেদারল্যান্ড, ডেনমার্ক, যুক্তরাজ্য এবং সংযুক্ত আরব আমিরাত। ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন, শুধুমাত্র চীনেরই ১০টি রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানী এই বন্দর নির্মাণে তাদের আগ্রহের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। চলতি বছরেই এই বন্দরের কারিগরি ও অর্থনৈতিক সম্ভাবতা যাচাই শেষে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে। কর্মকর্তারা জানান, বন্দরের সাথে সাথে তেল শোধনাগার, বিশেষ অর্থনৈতিক জোনসহ সেখানে বহুমুখী কার্যক্রম গ্রহণ করা হবে।

২০১৮ সাল নাগাদ সমুদ্র বন্দর হিসেবে সীমিতভাবে কাজ শুরু করা যায় কিনা তার চেষ্টা চলছে। বিশ্লেষকরা বলছেন, বঙ্গোপসাগরীয় অঞ্চল, বিশেষ করে ভারত মহাসাগরকে বিবেচনায় এই গভীর সমুদ্র বন্দরের অর্থনৈতিক ও বাণিজ্যিক সুযোগ সুবিধার সাথে সাথে ভূ-রাজনৈতিক কৌশলগত গুরুত্বও রয়েছে অপরিসীম।

Your browser doesn’t support HTML5

গভীর সমুদ্র বন্দর সম্বন্ধে আমির খসরুর প্রতিবেদন