করোনা দুর্যোগের কারনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের প্রায় ৫ লাখ দুগ্ধ, হাস-মুরগি এবং মৎস্য খামারিকে আর্থিক প্রণোদনা দেবে বাংলাদেশ সরকার।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানিয়ে বলা হয়েছে এই প্রণোদনা দেয়া হবে অনুদান হিসেবে এবং তা পাবেন ক্ষুদ্র ও মাঝারি খামারিরা । খবরে বলা হয় করোনায় ক্ষতিগ্রস্ত ৪ লাখ ৮৫ হাজার ৪৭৬ জন খামারিকে আগামীকাল বুধবার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই আর্থিক প্রণোদনা পাঠিয়ে দেয়া হবে।
Your browser doesn’t support HTML5
৫ লাখ দুগ্ধ, হাস-মুরগি এবং মৎস্য খামারিকে আর্থিক প্রণোদনা দেবে বাংলাদেশ সরকার
এদিকে, সারাদেশে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি আজও পুরোদমে অব্যাহত থাকে। রাজধানী ঢাকার কুর্মিটোলা হাসপাতালে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
অপরদিকে, সরকারের স্বাস্থ্য বিভাগ আজ জানিয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাস সংক্রমনে প্রাণ হারিয়েছেন ১৩ জন এবং শনাক্ত হয়েছেন নতুন ৩৯৩ জন করোনা রোগী।