নির্বাচনের দিকে এগুচ্ছে বাংলাদেশ: অধ্যাপক ইমতিয়াজ আহমেদ

শ্রমিক ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

বাংলাদেশে ৫ই ফেব্রুয়ারির যে সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি নের্তৃত্বাধীন জোট, সেই নির্বাচনের পর আবারও বিবদমান রাজনৈতিক দল ও জোটের মধ্যে আলোচনার প্রসঙ্গটি উঠে আসছে। বিদেশি কুটনীতিকরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে গতকাল এক বৈঠকে সে কথাই বলেছেন এবং যেমনটি বিশ্বসংবাদেই শুনলেন যে ব্রিটিশ সাংসদ এবং ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টেও এই প্রসঙ্গটি এসছে। এই সংলাপ ও পরবর্তী নির্বাচনের সম্ভাবনা কতটুকু, সম্পর্কের বরফ কি গলছে, এ নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে। অধ্যাপক ইমতিয়াজ আহমেদ আশাবাদী যে ধীরে ধীরে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের পথ উন্মুক্ত হবে। তিনি বলেন যে বিরোধী জোটের আন্দোলনে সহিংসতা কমে এসেছে যেমন তেমনি সরকার ও আটক নেত্রীবৃন্দকে মুক্তি দিচ্ছে। এ সব কিছুকেই অধ্যাপক আহমেদ রাজনৈতিক সংলাপ এবং পরবর্তীতে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষণ বলে বর্ণনা করেন।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে ৫ই ফেব্রুয়ারির যে সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি নের্তৃত্বাধীন জোট, সেই নির্বাচনের পর আ