আল-জাজিরার প্রতিবেদনে বাংলাদেশ

এই প্রতিবেদনের  নাম All the Prime Minister's Men বা প্রধানমন্ত্রীর লোকেরা কেন দেয়া হলো, এর লক্ষ্য বা উদ্দেশ্যই বা কি, এটিকে যথার্থ ভাবে তদন্তমূলক সাংবাদিকতা বলা যায় কী না, বাংলাদেশ সরকারই বা কেন এই ছবিতে আনা বিভিন্ন অভিযোগ পুঙ্খানুপুঙ্খ ভাবে খন্ডন করছে না এ সব বিষয়ের উপর আলোকপাত করেছেন নিঊইয়র্কের প্রবীণ বাঙালি সাংবাদিক সৈয়দ মোহাম্মাদুল্লাহ

সম্প্রতি আল জাজিরা টেলিভিশনে All the Prime Minister's Men শিরোনামে যে ডকুমেন্টারি চিত্রটি নির্মাণ ও প্রচার করা হয়েছে, সে নিয়ে বাংলাদেশেতো বটেই বিশ্বের প্রায় সর্বত্রই তোলপাড় সৃষ্টি হয়েছে । এই প্রতিবেদনের নাম All the Prime Minister's Men বা প্রধানমন্ত্রীর লোকেরা কেন দেয়া হলো, এর লক্ষ্য বা উদ্দেশ্যই বা কি, এটিকে যথার্থ ভাবে তদন্তমূলক সাংবাদিকতা বলা যায় কী না, বাংলাদেশ সরকারই বা কেন এই ছবিতে আনা বিভিন্ন অভিযোগ পুঙ্খানুপুঙ্খ ভাবে খন্ডন করছে না এ সব বিষয়ের উপর আলোকপাত করেছেন নিঊইয়র্কের প্রবীণ বাঙালি সাংবাদিক সৈয়দ মোহাম্মাদুল্লাহ । আর তাঁর সঙ্গে স্কাইপে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভয়েস অফ আমেরিকার মাল্টিমিডিয়া সংবাদ সম্প্রচারক আনিস আহমেদ ।

Your browser doesn’t support HTML5

আল-জাজিরার প্রতিবেদনে বাংলাদেশ

ভিডিও চিত্রগ্রহণ ও সম্পাদনা: তাওহীদ ইসলাম