বাংলাদেশের অভ্যন্তরীন রাজনীতিতে জড়াবে না ভারত। তবে আগামী নির্বাচনে বাংলাদেশ চাইলে যে কোন সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সাংবাদিকদের এক অনুষ্ঠানে ভারত সরকারের এ অবস্থানের কথা ব্যক্ত করেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচনে ভারতের ভূমিকা কি হবে? জবাবে হাইকমিশনার বলেন, বাংলাদেশের অভ্যন্তরীন রাজনীতি থেকে দূরে থাকবে ভারত। শুধু তাই নয়, বাংলাদেশের রাজনীতিতে ভারত ফ্যাক্টরও হতে চায় না। তাই এ নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে আমরা কোন অবস্থাতেই জড়িত হতে চাচ্ছি না। আগামী নির্বাচনের আগে তিস্তা চুক্তি হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, আশাকরি চুক্তিটি দ্রুততম সময়ের মধ্যে হবে। তবে নির্বাচনের আগে হবে কিনা এটা বলতে পারছি না।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
Your browser doesn’t support HTML5
মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট (নির্বাচন)