বাংলাদেশে কয়েকটি পশ্চিমী দূতাবাস তাদের নাগরিকদের জঙ্গীদের হামলার বিষয়ে সতর্ক করেছে

Members of Bangladeshi police and detective branch stand by the site where Italian citizen Cesare Tavella was gunned down by unidentified assailants in Dhaka, Bangladesh, Sept. 29, 2015.

বাংলাদেশে কয়েকটি পশ্চিমী দূতাবাস, তাদের নাগরিদের সে দেশে সন্ত্রাসী আক্রমণের বিষয়ে হুশিয়ার করে দিয়েছে। তার আগে রাজধানী ঢাকায়, একজন ইতালীয় ত্রাণকর্মীকে গুলি করে হত্যা করা হয়। ইসলামিক স্টেট ওই হত্যার দায় স্বীকার করেছে।

অবশ্য বাংলাদেশ সরকার বলেছে এধরনের কোন সংশ্লিষ্টতা তারা খুজে পায়নি। এ সম্পর্কে ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট ইতাললিয়ান

যুক্তরাষ্ট্রের দূতাবাস বলেছে নির্ভরযোগ্য নতুন তথ্য আছে যা থেকে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে চরমপন্থীরা হয়ত বাংলাদেশে অস্ট্রেলিয়ার যে সব স্বার্থ আছে, তা তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে। আমেরিকান দূতাবাস থেকে আরও বলা হয়েছে এ ধরনের হামলায় আমেরিকান নাগরিক সহ বিদেশীদের উপর প্রভাব পড়তে পারে।

দূতাবাস আমেরিকান নাগরিকদের, সে সব অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে বিরত থাকতে বলেছে যেখানে বহু বিদেশী সমবেত হয়।। দূতাবাস তাদের নাগরিকদের ‘উচ্চ মাত্রায় সতর্কতা’ অবলম্বন করতে বলেছে। ক্যানেডা অস্ট্রেলিয়া এবং ব্রিটেনও তাদের কর্মকর্তাদের একই পরামর্শ দিয়েছে।

সোমবার ঢাকায় কূটনীতিকরা যে এলাকায় থাকেন ও কাজ করেন, সেখানে ইতালীয় ব্যক্তি সেজারে টাভেলাকে গুলি করে হত্যা করা হয়।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট হুশিয়ার