বান্দরবন পার্বত্য জেলায় পাহাড় ধসে ৪ ব্যক্তি নিহত

landslide

বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবিরাম বৃষ্টিপাতের ফলে পৃথক দুইটি পাহাড় ধসের ঘটনায় মঙ্গলবার বান্দরবন পার্বত্য জেলায় অন্তত ৪ ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে । পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে জেলা শহরের কালাঘাটা বীর বাহাদুর নগরে এক নারী এবং লামার দুর্গম সরই ইউনিয়নে একই পরিবারের তিনজন রয়েছেন। এ নিয়ে এবছরের বর্ষা মৌসুম শুরু হওয়ার পর চট্টগ্রাম, কক্স বাজার এবং পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধ্বসে অন্তত কুড়ি জনের ওপর মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে জুন মাসের ১২ তারিখে প্রবল বর্ষণের ফলে রাঙ্গামাটি জেলার দুর্গম নানিয়ারচর এলাকাতেই পাহাড় ধসে নিহত হয়েছেন ১২ জন। পুলিশ জানায় মঙ্গলবার পাহাড় ধসের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিচয় জানা গেছে এবং তাঁরা হলেন প্রতিমা রাণী দাশ, মোহাম্মদ, রিজিয়া বেগম এবং হালিমা বেগম । প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে বার বার সরে যেতে বলা সত্ত্বেও তাঁরা সরছেন না যার ফলে প্রাণ হানির ঘটনা ঘটছে।

ঢাকা সংবাদদাতা যাহুরুল আলমের প্রতিবেদন।

Your browser doesn’t support HTML5

Lanslide Chittagong