বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী বলেছেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী দেশের জনশক্তি রফতানীতে কোনো প্রভাব ফেলবে না

Map of Bangladesh

গুলশান ও শোলাকিয়ায় হামলা এবং সিংগাপুরে চারজন বাংলাদেশীকে জঙ্গী অর্থায়নের অভিযোগে কারাদন্ড দেওয়ার ঘটনায় বাংলাদেশের জনশক্তি রফতানীতে কোনোই প্রভাব পড়বে না বলে মনে করেন প্রবাসী কল্যাণমন্ত্রী নূরুল ইসলাম বিএসসি।

কর্মকর্তারা জানান, যুদ্ধাবস্থা বিরাজ করায় লিবিয়া, ইরাক ও সিরিয়ায় বাংলাদেশীদের যাবার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। লিবিয়ায় যাওয়ার উপরে সরকারী নিষেধাজ্ঞা এবং সুপ্রীমকোর্টের নির্দেশনা থাকার পরেও তৃতীয় দেশ হয়ে কিছু বাংলাদেশী এখনো ওই দেশটিতে যাচ্ছেন বলে জানা গেছে। অতি সম্প্রতি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে লিবিয়া যাওয়া বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে।

এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট মন্ত্রী