বাংলাদেশ ও নেপালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Bangladesh Nepal Mou

নেপাল থেকে সরাসরি এবং তৃতীয় দেশের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি এবং বিদ্যুৎ খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও নেপালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার অপরাহ্নে কাঠমান্ডুতে দুই দেশের মধ্যে ওই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক অনুযায়ী বিদ্যুৎ আমদানি ছাড়াও ওই দেশের বিদ্যুৎ খাতে বাংলাদেশের সরকারী অথবা বেসরকারি খাত নেপালে বিনিয়োগ করতে পারবে। এ সম্পর্কে কাঠমান্ডু থেকে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন। নসরুল হামিদ বলেছেন, আগামীতে বিমসটেক বৈঠককালে বাংলাদেশ-নেপাল ও ভারতের প্রধানমন্ত্রীগণ এ নিয়ে চূড়ান্ত আলোচনা করবেন।

ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।