বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় দুর্গম পাহাড়ি এলাকায় মঙ্গলবার বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানান হয়েছে বিধ্বস্ত ওই উড়োজাহাজের দুই পাইলটঅক্ষত আছেন। আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তরের এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে রাশিয়ায় তৈরি ইয়াক-১৩০ কমব্যাট প্রশিক্ষণ উড়োজাহাজটি কি কারনে বিধ্বস্ত হয়েছে তা এখনো তাঁরা জানতে পারেননি।
ওই কর্মকর্তা জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীতে ইয়াক-১৩০ উড়োজাহাজের প্রথম কমিশনিং হয় ২০১৫ সালে যা প্রশিক্ষণের পাশাপাশি যুদ্ধকালীন সময়ে আকাশ প্রতিরক্ষা এবং প্রয়োজনে আক্রমণেও ব্যবহার করা যায়।
Your browser doesn’t support HTML5
জহুরুল আলমের রিপোর্ট বিমান