দেশ-বিদেশের যেকোন হুমকি মোকবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীকে ঐক্য অটুট রেখে সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশ ও বিদেশের যেকোন হুমকি মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে বলেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর আটটি ইউনিট ও সংস্থার পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই বক্তব্য রাখেন। গণভবন থেকে ভার্চুয়ালি তিনি এই অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানটি হয় পটুয়াখালীর লেবুখালী শেখ হাসিনা ক্যান্টনমেন্টে। সেনা প্রধান আজিজ আহমেদও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে তাদেরকে এগিয়ে যেতে হবে। সেনা সদস্যদের প্রথম দরকার পেশাদারিত্ব ও প্রশিক্ষণের। একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এজন্য সেনা সদস্যদেরকে পেশাগতভাবে দক্ষ হতে হবে। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতি আকৃষ্ট হয়ে সৎ ও মঙ্গলময় জীবন বজায় রাখার উপরও জোর দেন প্রধানমন্ত্রী। বলেন, সেনা সদস্যরা উচ্চ নেতৃত্বের ওপর বিশ্বাস, পারস্পারিক আস্থা , সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ সর্বোপরি শৃঙ্খলা রক্ষা করে দায়িত্ব পালন করবেন এটাই তার প্রত্যাশা। শেখ হাসিনা বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। এটাই বাংলাদেশের ঘোষিত নীতি। বঙ্গবন্ধু এমনটাই বলে গেছেন। তাই আমরা কারও সঙ্গে যুদ্ধ চাই না। তবে যদি কোন সময় বাংলাদেশে হামলা হয় তখন সে হামলা রুখে দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

Your browser doesn’t support HTML5

দেশ-বিদেশের যেকোন হুমকি মোকবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন প্রধানমন্ত্রী