শ্রীলঙ্কার প্রেসিডেন্ট তিন দিনের সফরে বাংলাদেশ গেছেন

Sri Lankan President Maithripala Sirisena reviews a Guard of Honor, with Bangladesh President Abdul Hamid, in blue jacket, at the Hazrat Shahjalal International Airport in Dhaka, Bangladesh.

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তিন দিনের এক সফরে বৃহস্পতিবার ঢাকা পৌঁছালে তাঁকে লাল গালিচা সম্বর্ধনা দেয়া হয়। বিমান বন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

প্রেসিডেন্ট সিরিসেনা ঢাকা পৌঁছানর পর পরই সাভারে জাতিয় স্মৃতি সৌধে পুষ্প স্তবক অর্পণের মধ্য দিয়ে তিনি তাঁর সফররে কর্মসূচির সূচনা করেন। বিকেলে তিনি বঙ্গবন্ধু যাদুঘর পরিদর্শন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করেন।

কর্মকর্তারা জানিয়েছেন শুক্রবার সকালে প্রেসিডেন্ট সিরিসেনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আনুষ্ঠানিক বৈঠক করবেন। বৈঠকের পরপরই দুই দেশের মধ্যে কৃষি, উচ্চশিক্ষা, উপকূলীয় নৌ যোগাযোগ, বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়ের ওপর ১০ টি চুক্তি এবং সমঝোতা স্মারক সাক্ষরিত হবে বলে তাঁরা জানান। বিকেলে তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সাক্ষাত করবেন।

শনিবার দুপুরে দেশের উদ্দেশ্যে যাত্রার আগে সকালে তিনি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ব্যবসায়ীদের এক সমাবেশে বক্তব্য দেবেন।
ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট শ্রীলঙ্কা