রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ড. রেজাউল করীম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস নাস্তিক হওয়ার কারণে তাকে হত্যা করার হয়েছে বলে; হত্যাকান্ডের দায় স্বীকার করেছে-এমনটাই বলছে সাইট ইন্টিলিজেন্ট গ্রুপ এক টুইট বার্তা।স্থানীয়রা জানান, নিহত অধ্যাপক রেজাউল করীম সাংস্কৃতিক কর্মকান্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই হত্যাকান্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।বিষয়টি নিয়ে ভয়েস অফ এ্যামেরিকার বাঙলা বিভাগ কথা বলে মানবাধিকার মতাদর্শী- সুশীল সমাজ প্রবক্তা সুলতানা কামালের সঙ্গে।ভয়েসঅফ এ্যামেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরুদ্দীন:
Your browser doesn’t support HTML5
কঅবির