২০১৯ সাল বাংলাদেশের জন্য ছিল কেমন ছিল

সামগ্রিক বিচারে বিদায়ী ২০১৯ সাল বাংলাদেশের জন্য ছিল ভালো-মন্দ মিলিয়ে একটি বছর। বছরটি শুরু হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মধ্য দিয়ে। বছর শেষে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের মধ্যদিয়ে রাজনৈতিক অঙ্গন সরগরম। তবে পুরো বছরেই রাজনৈতিক অঙ্গনে তেমন কোন উত্তাপ ছিল না। বিএনপিসহ অন্যান্য দলগুলো সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে চাইলেও নিজস্ব দুর্বলতা ও সরকারের চাপে তা গতি পায়নি। বিএনপি বছরজুড়ে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন করেছে। ড. কামাল হোসেনের নেতৃত্বে আগের বছরে গঠিত ঐক্যফ্রন্টও ক্রমান্বয়ে কার্যক্রমহীন হয়ে পড়ে। ২০১৯ সালে ডাকসু নির্বাচন এবং ক্যাসিনো বিরোধী অভিযান ছিল উল্লেখযোগ্য ঘটনা। আর বিভিন্ন দাবিতে ছাত্র ও তরুণদের আন্দোলন ছিল বছরের আলোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম। কেমন ছিল ২০১৯ সালের বাংলাদেশের রাজনীতি- সে বিষয়ে বিশ্লেষণ করেছেন প্রবীণ সাংবাদিক এবং বিশ্লেষক রিয়াজ উদ্দিন আহমদ।
অর্থনীতিতে বাংলাদেশের প্রবৃদ্ধি হার বৃদ্ধি, কয়েকটি আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের অগ্রগতি, বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়নের পাশাপাশি রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া, ব্যাংকিং খাতে ও শেয়ারবাজারে নানা নেতিবাচক ঘটনা, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিসহ মূল্যস্ফীতি, কৃষকের ধানের ন্যায্যমূল্য না পাওয়ার ঘটনা ঘটেছে ২০১৯ সালে। পিঁয়াজের মূল্যবৃদ্ধি ছিল আলোচিত বিষয়। কেমন ছিল বিদায়ী বছরের অর্থনীতি- সে বিষয়ে বিশ্লেষণ করেছেন ঢাকার প্রভাবশালী দৈনিক প্রথম আলো-র অর্থনীতি বিষয়ক সম্পাদক শওকত হোসেন মাসুম।
২০১৯-এ বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের অধিকাংশই জুড়ে ছিল রোহিঙ্গা ইস্যু। বছর শেষে ভারতের নাগরিকত্ব আইন ও নাগরিক পঞ্জির প্রতিক্রিয়া এসে পড়েছে বাংলাদেশের ওপরেও। অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুই দেশের সম্পর্কের উন্নয়ন ঘটেছে। তবে বছরের শেষে এসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিলের ঘটনাও ঘটে। কেমন ছিল ২০১৯-এর বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক- সে বিষয়ে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমেনা মহসীন।

Your browser doesn’t support HTML5

AK

২০১৯ সালে ডেঙ্গু রোগের ভয়াবহ বিস্তার, কয়েকটি বড় ধরনের অগ্নিকান্ড, সড়ক ও রেল দুর্ঘটনা, সাইক্লোনে অনেক মানুষের প্রাণহানীর ঘটনা ঘটেছে। নারী নির্যাতন, যৌন নিপীড়নের অনেক ঘটনা ঘটেছে ২০১৯-এ।
বিদায়ী বছরে সাবেক রাষ্ট্রপতি জেনারেল এইচ এম এরশাদ, ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, কবি আল মাহমুদসহ উল্লেখযোগ্য কয়েকজন ব্যক্তি মারা গেছেন।
সব মিলিয়ে ভালো-মন্দ নিয়েই বিদায় নিচ্ছে ২০১৯। সবারই প্রত্যাশা আগামী বছরটি বাংলাদেশের জন্য হবে অগ্রগতি আর সামগ্রিক উন্নয়নের উজ্জ্বল একটি বছর।