লিবিয়ার বেনগাজীতে সরকারি ও বিদ্রোহী বাহিনীর লড়াইয়ের সময় চার বাংলাদেশী নিহত

লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজীতে সরকারি সেনাদের সাথে বিদ্রোহী বাহিনীর লড়াইয়ের সময় চারজন বাংলাদেশী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ঢাকায় পররাষ্ট্র দফতর এই খবর জানিয়ে বলেছে, রাজধানী ত্রিপোলী থেকে ১২শ কিলোমিটার দূরের ওই এলাকায় যে চারজন নিহত হয়েছেন তার মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে একজনের পরিচয় এখনো নিশ্চিত করে জানা যায়নি। নিহতদের মরদেহ রেডক্রস উদ্ধার করেছে এবং বেনগাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিহতদের মরদেহ রাখা হয়েছে। কিভাবে ওই মরদেহ ঢাকায় আনা যায় তার চেষ্টা চলছে। লিবিয়ার পরিস্থিতি সম্পর্কে সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য ঢাকায় পররাষ্ট্র দফতর একটি হটলাইন যার নম্বর- (+218944642154) স্থাপন করেছে।

বর্তমানে লিবিয়ায় ৫০ হাজারের মতো বাংলাদেশী রয়েছে বলে বিভিন্ন সূত্র খবর দিয়েছে। বাংলাদেশ সরকার ওই দেশটিতে না যাওয়ার জন্য বাংলাদেশীদের পরামর্শ দিয়েছে কয়েকদফায়। এ ছাড়া ওই দেশটিতেও বাংলাদেশী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওই দেশটির বৈধ কর্তৃপক্ষ ২০১৫ সালের আগস্ট মাসে।...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

amir libya