হ্যাকার গ্রুপ দ্বারা ৮ কোটি ১০ লাখ ডলার রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংক কর্পোরেশন বা আরসিবিসি এর বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক মামলা করার সিদ্ধান্ত জানানোর পর আরসিবিসি পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে।
দি ফিলিপিন ডেইলি ইনকুয়ারার পত্রিকা আরসিবিসি এর এক বিবৃতির বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করে বলেছে, ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করছে। সংবাদে বলা হয় আরসিবিসি অভিযোগ করেছে, বাংলাদেশ ব্যাংক নিজেদের দোষ চাপা দেয়ার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে।
রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের হাত রয়েছে বলে দাবি করে বিবৃতিতে বলা হয়েছে তাঁদের বিরুদ্ধে আরসিবিসি মামলা করতে পারে। বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনায় ভূমিকার জন্য আরসিবিসি এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এ সিদ্ধান্তের কথা জানিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, মামলার বাদী হিসেবে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ও সুইফট কর্তৃপক্ষও থাকবে।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।