ভারতীয় বায়ুসেনার নিখোঁজ এএন-৩২ বিমানের যাত্রীরা ‘সম্ভবত মৃত’

অতি সাম্প্রতিক কালের ভারতীয় বায়ুসেনার নিখোঁজ এএন-৩২ বিমানের যাত্রীরা ‘সম্ভবত মৃত’। নিখোঁজদের পরিবারকে সেই কথা জানিয়েও দেওয়া হয়েছে।

যদিও, এখনও তল্লাশি চলছে বলে জানিয়েছে বায়ুসেনা। উল্লেখ করা যেতে পারে চলতি বছরের গত ২২ জুলাই ২৯ জন যাত্রীকে চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে বঙ্গোপসাগরে নিখোঁজ হয়ে যায় বায়ুসেনার মালবাহী বিমানটি। দীর্ঘ তল্লাশি চালানোর পরও কোনও হদিস মেলেনি বিমান বা যাত্রীদের। নিখোঁজ বিমানের তদন্তে কোর্ট অফ এনক্যোয়ারি-ও গঠন করে বায়ুসেনা। সম্প্রতি, ওই কোর্ট অফ এনক্যোয়ারি-র সুপারিশের প্রেক্ষিতেই নিখোঁজদের পরিজনদের চিঠি লিখে বায়ুসেনার তরফে জানানো হয়েছে যে যাত্রীরা ‘সম্ভবত মৃত’।

Your browser doesn’t support HTML5

ভারতীয় বায়ুসেনার নিখোঁজ এএন-৩২ বিমানের যাত্রীরা ‘সম্ভবত মৃত’