বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন নিয়ে এরশাদের সংশয়

বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন হবে কি হবে না তা নিয়ে সংশয় প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন নির্বাচন তার দল জোটগত ভাবে ৩০০ আসনে প্রার্থী দেয়ার জন্য প্রস্তুত আছে।

শনিবার ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের এক জনসভায় এইচ এম এরশাদ এমন বক্তব্য দিয়ে বলেন (Actuality) । একটি দল ৭ দফা দিয়েছে যা বর্তমান সংবিধান অনুযায়ী মানা সম্ভব নয় বলে উল্লেখ করে তিনি বলেন অবস্থার মধ্যে আগামী দিনগুলোকে স্বচ্ছ দিন বলে মনে হচ্ছে না। এরশাদ বলেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও জাতির স্বার্থে মেরুকরণ ভিন্ন হতে পারে, সেজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং জাতির মুক্তির লক্ষ্যে ১৮ দফা কর্মসূচী ঘোষণা করেন বাংলাদেশের সাবেক এই রাষ্ট্রপতি। ১৮ দফার মধ্যে আছে প্রাদেশিক সরকার গঠন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, নির্বাচন পদ্ধতির পরিবর্তন, পূর্ণাঙ্গ উপজেলা পদ্ধতির সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের মত বিষয়াবলী।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট