নিরাপত্তাহীন হয়ে বাসায় অবরুদ্ধ কক্সবাজারের ধানের শীষের প্রার্থী হাসিনা আহমেদ

নিরাপত্তাহীন হয়ে বাসায় অবরুদ্ধ হয়ে পড়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন কক্সবাজার-১ চকরিয়া পেকুয়া আসনের ধানের শীষের প্রার্থী হাসিনা আহমেদ। এছাড়া নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম ১৩ দিনে দায়ের করা ১৩টি মামলায় এক হাজারেরও বেশি বিএনপি নেতাকর্মীকে আসামী করে এলাকা ছাড়া করা হয়েছে বলেও জানান তিনি। নিজের বাসভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলেন হাসিনা আহমেদ।

বেশ কয়েকবার হামলার শিকার হওয়ার পর গণসংযোগে বের হচ্ছেননা বিএনপির এই প্রার্থী। হামলার ঘটনার অভিযোগ দিয়েও কোন নিরাপত্তা পাচ্ছেননা বলে জানান হাসিনা আহমেদ।

এদিকে বেশ কিছু অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ কামাল হোসেন। সেসব অভিযোগের ভিত্তি করে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

এছাড়া নিরাপত্তীহনতার কথা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন কক্সবাজার- ২ (মহেশখালী-কুতুবদিয়া) ও কক্সবাজার- ৪ (উখিয়া-টেকনাফ) আসনের ধানের শীষের প্রার্থীরা।

Your browser doesn’t support HTML5

কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসাইনের রিপোর্ট