বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আমাদের এগিয়ে যেতে হবে: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ৩০শে ডিসেম্বররে জাতিয় সংসদ নির্বাচনে জনগণের নিরঙ্কুশ সমর্থন জাতির প্রতি সরকারের দায়িত্ব এবং কর্তব্য বহুগুণ বৃদ্ধি করেছে।

চতুর্থ বারের মতো সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্য দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী বলেন তাঁর দলের প্রতি জনগণের এই রায়কে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি সুযোগ হিসেবে দেখছেন তিনি।

শেখ হাসিনা বলেন, বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি বলেন বিজয়ের পর আওয়ামী লীগ সরকার গঠন করেছে এবং বর্তমান সরকারের দৃষ্টিতে দলমত নির্বিশেষে দেশের সকল নাগরিক সমান। সরকার সকলের জন্য কাজ করবে বলে উল্লেখ করে তিনি বলেন একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করাই এ সরকারের লক্ষ্য যেখানে হিংসা-বিদ্বেষ হানাহানি থাকবে না এবং সকল ধর্ম-বর্ণ এবং সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট