আজ কলকাতায় আনোয়ারা বাহার চৌধুরী নামাঙ্কিত সেন্টিনারি হলের উদ্বোধন করেন ইকবাল বাহার চৌধুরী

আজ কলকাতায় উদ্বোধন হলো নারী শিক্ষার অন্যতম পথিকৃৎ রোকেয়া সাখাওয়াত হোসেনের আদর্শে অনুপ্রাণিত ছাত্রী আনোয়ারা বাহার চৌধুরী নামাঙ্কিত সেন্টিনারি হলের।

নারী শিক্ষার অন্যতম পথিকৃৎ রোকেয়া সাখাওয়াত হোসেনের আদর্শে অনুপ্রাণিত ছাত্রী ও তারই নামাঙ্কিত কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা আনোয়ার বাহার চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে আনোয়ারা বাহার চৌধুরী সেন্টিনারি হলের আজ উদ্বোধন হলো কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে। যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আনোয়ার বাহার চৌধুরীর পুত্র ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রাক্তন প্রধান ইকবাল বাহার চৌধুরী।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিক নাসরিন শামস, বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়, রোকেয়া ইনস্টিটিউট অব ভ্যালু এডুকেশন রিসার্চের পক্ষে প্রাণতোষ বন্দ্যোপাধ্যায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপিয়া নাগ সহ দুই বাংলার বিশিষ্ট জনেরা।

উদ্বোধনী সভায় উপস্থিত বিশিষ্টজনেরা প্রত্যেকই নারী শিক্ষার অগ্রগতিতে এই দুই মহীয়সী নারীর জীবন বৃত্তান্তের ইতিকথা ও আদর্শের কথা তুলে ধরেন উপস্থিত ছাত্রীদের সামনে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট