মিয়ানমার অবৈধপন্থায় মাদক আসা প্রতিরোধে বাংলাদেশকে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ জীবনবিনাশী ইয়াবা ট্যাবলেটসহ মাদক দ্রব্য অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করছে।বৃহস্পতিবার ঢাকা মাদক নিয়ন্ত্রক সংস্থার এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কিন্তু অবৈধপন্থায় মাদক আসা প্রতিরোধে মিয়ানমার বাংলাদেশকে কোনই সহযোগিতা করছে না। আশ্বাস দিলেও তা তারা বাস্তবায়ন করছে না। স্বরাষ্ট্রমন্ত্রী মাদকবিরোধী অভিযান ও চোরাচালান বন্ধে গুরুত্বারোপ করেন।

এদিকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ঢাকায় রোহিঙ্গা সংকটের ওপরে এক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনকালে বলেছেন, বাংলাদেশ দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক এবং আইনী পন্থায় রোহিঙ্গা প্রত্যাবাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি মিয়ানমারের সহযোগিতা না পাওয়ার ব্যাপারে পুনরায় হতাশা প্রকাশ করেছেন। এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ কয়েকজন কূটনীতিক উপস্থিত ছিলেন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।