ইতিহাস বিকৃতির জন্য ক্ষমা চাইলেন মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক এ কে খন্দকার

১৯৭১ ভেতরে বাইরে বইয়ে ইতিহাস বিকৃতির দায় স্বীকার করে ক্ষমা চাইলেন বইটির লেখক বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক এ কে খন্দকার।

শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ কে খন্দকার ইতিহাস বিকৃতির জন্য ক্ষমা চেয়ে একে জীবনের বড় ভুল বলে উল্লেখ করেছেন।

২০১৪ সালের আগস্ট মাসে বইটি প্রকাশিত হওয়ার ৫ বছর পর তিনি সাংবাদিকদের কাছে বলেন, কয়েকজন বিশিষ্ট ব্যক্তির বাধার মুখে তাঁর এই ভুল স্বীকার করতে এতটা সময় লেগেছে।

১৯৭১ ভেতরে বাইরে বইটির একাংশে ঢাকার রমনা রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের কথা উল্লেখ করে লেখা হয় বঙ্গবন্ধু ভাষণ শেষ করেছিলেন, 'জয় বাংলা, জয় পাকিস্তান' বলে। প্রকাশের পরপরই বইটির এ অংশসহ আরো কিছু বিষয় নিয়ে প্রতিবাদ হয়।

সংবাদ সম্মেলনে বইয়ে লেখা ঐ তথ্যকে এ কে খন্দকার নিজেই অসত্য বলে আখ্যায়িত করেছেন। বইটি সংশোধন করতে বইটির প্রকাশনা সংস্থার প্রতিও আহ্বান জানান বাংলাদেশ সরকারে সাবেক এই পরিকল্পনা মন্ত্রী।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।