বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের অধিকার বিষয়ে যুক্তরাষ্ট্র সেনেটের পররাষ্ট্র সম্পর্ক কমিটির ডেমোক্রেট সদস্যদের তদন্ত রিপোর্ট প্রকাশ

যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সভার পররাষ্ট্র সম্পর্ক কমিটির বিশিষ্ট সদস্য সেনেটর Bob Menendez , বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের চিকিৎসা, শ্রম অধিকার এবং কারখানার সুরক্ষা বিষয়ে, কমিটির ডেমোক্রেট সদস্যদের তদন্ত রিপোট প্রকাশ করেছেন।


ঐ রিপোর্ট প্রকাশে আগে Bob Menendez, যুক্তরাষ্ট্র সহ বিশ্বজুড়ে সমিতি ও শ্রমিকদের অধিকারের যে সংগ্রাম, তা নিয়ে আলোচনা করেন। রিপোর্টটি রানা প্লাজা দুর্ঘটনার সাত বছর পর প্রকাশ করা হলো। ঐ দুর্ঘটনায় ১১শো’র বেশী বাংলাদেশী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছিলেন।

Seven Years After Rana Plaza, Significant Challenges Remain” বা রানা প্লাজার সাত বছর পরেও, গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলি রয়ে গেছে" শিরোনামে ঐ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে কারখানার সুরক্ষা ব্যবস্থায় অগ্রগতি হয়েছে। কিন্তু শ্রমীকদের অধিকার ও তৈরী পোশাক শিল্পের (আরএমজি) কারখানার শ্রমিকদের, বিশেষত মহিলা শ্রমিকদের জন্য যথাযথ পরিবেশ নেই।

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সভার পররাষ্ট্র সম্পর্ক কমিটির বিশিষ্ট সদস্য সেনেটর Bob Menendez এর বক্তব্যের কিছু অংশ