করোনা আতঙ্কে মিজোরাম-বাংলাদেশ সীমান্ত বন্ধ

করোনা আতঙ্কে বাংলাদেশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে মিজোরাম। ভারতের এই রাজ্যটির সঙ্গে বাংলাদেশের রয়েছে ৩১৮ কিলোমিটার সীমান্ত। মিয়ানমারের সঙ্গেও সীমান্ত বন্ধ করে দিয়েছে রাজ্যটি। মিজোরামের সঙ্গে মিয়ানমারের রয়েছে ৫১০ কিলোমিটার সীমান্ত।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনায় নতুন কোন আক্রান্ত রোগী নেই। তবে ৮ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে। কোয়ারিন্টনে ৪ জনকে। মঙ্গলবার সৌদি থেকে আসা একটি ফ্লাইটে এক দম্পতিকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই দম্পতির শ্বাসকষ্ট হচ্ছিলো। সৌদি আরবে চিকিৎসা করে কোন লাভ হয়নি। এই ফ্লাইটে এই দম্পতির ছেলেও আসেন। চাকরির সুবাদে তিনি অতিসম্প্রতি চীন সফর করেন।

করোনার কারণে বিরোধী বিএনপি খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ ও মানববন্ধনের কর্মসূচি স্থগিত করেছে। পশ্চিমবঙ্গের সব সীমান্ত চেকপোস্টে যাত্রীদের শারীরিক পরীক্ষা করা হচ্ছে।

রাজবাড়িতে ইতালি ফেরত পিতা-পুত্রকে পর্যবেক্ষণে রেখেছে স্থানীয় প্রশাসন। আখাউড়া সীমান্তে শরীরের তাপমাত্রা বেশি থাকায় ১ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী'র রিপোর্ট।