ভারতের ব্যাংকগুলো এখন আরো সহজ শর্তে ঋণ দিতে পারবে

করোনার কারণে এখন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে। এই পরিস্থিতিতে ভারতের জনসাধারণকে আর একটু সাহায্য করতে এগিয়ে এসেছে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। গতকালই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছিলেন। আজ শুক্রবার আরও এক ধাপ এগিয়ে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানান, ব্যাংকের রেপো রেট বা ন্যূনতম ঋণের হার আরও কমিয়ে দেওয়া হলো। এর ফলে ব্যাংকগুলো আরও সহজ শর্তে ঋণ দিতে পারবে এবং তাতে সুদের হারের দিক থেকে ঋণ গ্রহীতারা লাভবান হবেন। এছাড়া যাঁরা কোনও ব্যাংক অথবা আর্থিক সংস্থা থেকে ঋণ নিয়েছেন, আগামী তিন মাস তাঁদের ইকোয়াল মান্থলি ইনস্টলমেন্ট বা ইএমআই দেওয়া থেকে রেহাই দেওয়া হলো। এই সব ব্যবস্থা নেওয়ার ফলে সাধারণ মানুষ এবং ছোট মাপের ব্যবসায়ীরা এই দুর্দিনে কিছুটা স্বস্তি পাবেন।

এদিকে আজ ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সামরিক বাহিনীর তিন প্রধানের সঙ্গে এক বৈঠকে দেশের নানা জায়গায় সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন। তিনি বলেন, এই সঙ্কটজনক পরিস্থিতিতে বিভিন্ন স্থানে অত্যাবশ্যক পরিষেবা চালু রাখা এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বন্টন কাজে সামরিক বাহিনীর শৃঙ্খলাপরায়নতা দরকার হতে পারে। ইতোমধ্যে ভারতীয় সেনাবাহিনী বেশ কয়েকটি জায়গায় করোনা আক্রান্তদের জন্য আলাদা চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করেছে। এই সংক্রান্ত পরিষেবার নাম দেওয়া হয়েছে, "অপারেশন নমস্তে"।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপংঙ্কর চক্রবর্তী'র রিপোর্ট।