শেখ হাসিনা দেশে ফেরার পর দুর্নীতি বিরোধী অভিযান চাঙ্গা হবে

বাংলাদেশে দুর্নীতি বিরোধী অভিযান এখন কিছুটা স্তিমিত হলেও, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফেরার পর ঐ অভিযান চাঙ্গা হবে- এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।

ইতোমধ্যেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অপেক্ষা করুন, গরম খবর পাবেন। গত ১৮ই সেপ্টেম্বর এই অভিযান শুরু হয়। অভিযানটি এখন পর্যন্ত ক্যাসিনো কেন্দ্রিক। যদিও জিকে শামীমের গ্রেপ্তার ছিল এক উল্লেখযোগ্য ঘটনা।

ঢাকার স্পোর্টস ক্লাবগুলো জুড়েই ছিল ক্যাসিনো বাণিজ্য। অভিযানের পর ক্লাবগুলো সিলগালা করে দেয়া হয়েছে। দুই সপ্তাহে ৩৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে র‌্যাব করেছে ১৮টি, পুলিশ ১৭টি। গ্রেপ্তার করা হয়েছে ২১৪ জনকে। ঢাকার বাইরে গ্রেপ্তার হয়েছেন ৫৩ জন। এই অভিযানে ক্লাব, বার ও বাসা থেকে ৭ কোটি ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ১১টি অস্ত্র, ৭২০ ভরি স্বর্ণ, ১৬৫টি কোটি টাকার এফডিআর নথি উদ্ধার করা হয়েছে। ২১টি ক্লাবে অভিযানের সময় ১০টি ক্লাবে অবৈধ ক্যাসিনোর সন্ধান পাওয়া যায়।

উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী বলেছেন, অপকর্মে জড়িত থাকলে দল-পরিবার নির্বিশেষে কাউকে ছাড় দেয়া হবে না।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী’র রিপোর্ট।