করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় যারা প্রত্যক্ষভাবে কাজ করছেন তাদের বিশেষ সম্মানী দেওয়া হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাস বাংলাদেশেও তাঁর ভয়াল থাবা বসাতে শুরু করেছে এবং সেই কারনেই বৃহত্তর জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে পয়লা বৈশাখের বহিরাঙ্গনের সকল অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সোমবার রাতে বাংলা নববর্ষের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী এ কথা জানিয়ে বলেন, করোনা ভাইরাস মহামারীর কারনে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক সংকটের সৃষ্টি হবে তা সামাল দিতে সরকার ইতোমধ্যেই বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক খাতের জন্য ৯৫ হাজার ৬১৯ কোটি টাকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। তিনি তার সরকারের নেয়া অন্যান্য সামাজিক কার্যক্রমেরও বিবরণ তুলে ধরেন।
করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় সরকারি হাসপাতালের যেসব ডাক্তার-নার্স এবং চিকিৎসাকর্মী প্রত্যক্ষভাবে কাজ করছেন তাদের বিশেষ সম্মানী হিসেবে ১০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই ক্রান্তিকালে ডাক্তার-নার্স এবং চিকিৎসা কর্মীদের মনোবল না হারানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, গোটা দেশবাসী তাঁদের পাশে রয়েছেন। করোনা সংক্রমণ প্রতিরোধ যুদ্ধে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনী ও বিজিবি সদস্যসহ প্রত্যক্ষভাবে
নিয়োজিত প্রজাতন্ত্রের অন্য কর্মচারীদের জন্য স্বাস্থ্য বিমা ও জীবনবীমা বাবদ ৭৫০ কোটি টাকা বরাদ্দের কথাও জানিয়েছেন শেখ হাসিনা।
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী এই দিনটি বাড়িতে বসে পরিবারের সবাই মিলে আনন্দ উপভোগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
Your browser doesn’t support HTML5
করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় যারা প্রত্যক্ষভাবে কাজ করছেন তাদের বিশেষ সম্মানী দেওয়া হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা