বাংলাদেশের বিচার ব্যবস্থায় ভার্চুয়াল পদ্ধতি

বাংলাদেশের বিচার ব্যবস্থায় নাটকীয় পরিবর্তন হয়ে গেল। করোনার কারণে বিচার ব্যবস্থা প্রবেশ করলো ভার্চুয়াল যুগে। সোমবার থেকে ভার্চুয়াল মাধ্যমে আদালতের কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে তিনটি আবেদন জমা পড়েছে। তবে কোন শুনানি হয়নি। নয়া এই কার্যক্রমে আইনজীবী, সাক্ষী বা আসামীর শারীরিক উপস্থিতির প্রয়োজন নেই। ভার্চুয়াল বিচার পদ্ধতি চালানোর জন্য হাইকোর্টের তিনটি বেঞ্চ গঠন করা হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের তরফে একটি নির্দেশনাও জারি করা হয়েছে। চালু করা হয়েছে একটি ওয়েব পোর্টাল।

নতুন এ নিয়মে জামিন আবেদন, বেইল বন্ড দাখিল করতে হলে ভার্চুয়াল ওয়েব পোর্টালে নাম সংযুক্ত করতে হবে। বাদবাকি কাজ করবে এই পোর্টাল। আবেদন দাখিলের পর সংশ্লিষ্ট কর্মকর্তা শুনানির প্রক্রিয়া শুরু করবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইনজীবী সওয়াল জওয়াবে যুক্ত হবেন। এরপর নিজের আবেদনের উপর শুনানি করবেন। জামিন মঞ্জুর হলে এই পোর্টালে বন্ড দাখিল করতে পারবেন। নির্দেশনা অনুযায়ী নিম্ন আদালত শুধু জামিন সংক্রান্ত বিষয়গুলোর নিষ্পত্তি করতে পারবেন। ওদিকে এই পদ্ধতি নিয়ে আইনজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী'র রিপোর্ট।