ভারতে একদিনে করোনা আক্রান্ত ৩৩৯০ জন

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গতকাল বৃহস্পতিবারই আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের গণ্ডি ছাড়িয়ে ছিল। গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৩৯০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন এই রোগে। তার ফলে দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৫৬ হাজার ৩৪২ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস প্রাণ কেড়েছে ১০৩ জনের। এই নিয়ে এখনো অবধি দেশে মোট এক হাজার ৮৮৬ জনের মৃত্যু হল কোভিড-১৯-এর থাবায়।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তরা অধিকাংশ মহারাষ্ট্র, গুজরাত, দিল্লি ও তামিলনাড়ুর। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১৬ জন। এই নিয়ে সে রাজ্যে মোট আক্রান্ত ১৭ হাজার ৯৭৪ জন। আক্রান্তের সংখ্যার নিরিখে এর পরেই রয়েছে গুজরাত। সেখানে মোট আক্রান্ত সাত হাজার ১২ জন। দিল্লিতে আক্রান্ত পাঁচ হাজার ৯৮০ জন। গত ২৪ ঘণ্টায় ৫৮০ জন নতুন করে সংক্রমিত হওয়ায় তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৪০৯ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ২৭৩ জন। এই নিয়ে মোট ১৬ হাজার ৫৪০ জন করোনার হানা থেকে সুস্থ হলেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৫৪৮ জন। রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৭৯ জনের।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।