ভারতে গতকাল সোমবার করোনা সংক্রমণ এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছিল। গতকাল সকাল পর্যন্ত (২৪ ঘণ্টার হিসাব অনুযায়ী) সারা দেশে চার হাজার ২১৩ জন সংক্রমণের শিকার হয়েছিলেন, যা এখন পর্যন্ত রেকর্ড। সেই তুলনায় কম হলেও, আজ মঙ্গলবার ফের এক লাফ দিল করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আরো তিন হাজার ৬০৪ জন আক্রান্ত হয়েছেন। যার জেরে দেশে আক্রান্তের সংখ্যা এখন ৭০ হাজার ৭৫৬ জন।
গত ২৪ ঘণ্টায় আরো ৮৭ জনের মৃত্যু হয়েছে। ফলে গোটা দেশে মৃতের সংখ্যা এখন দু’হাজার ২৯৩ জন। সুস্থ হয়ে ওঠার সংখ্যাও প্রতি দিনই বাড়ছে। এখন পর্যন্ত ২২ হাজার ৪৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
দেশের মধ্যে মহারাষ্ট্রে সংক্রমণ দ্রুত হারে বা়ডছে। সোমবার (সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে) মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ছিল ২২ হাজার ১৭১ জন। আজ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৪০১ জন। মৃত্যু হয়েছে ৮৬৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ৭৮৬ জন। এর পরেই রয়েছে গুজরাত। সেখানে আক্রান্তের সংখ্যা এখন আট হাজার ৫৪১ জন। মৃত্যু হয়েছে ৫১৩ জনের। তৃতীয় স্থানে দিল্লিকে সরিয়ে উঠে এসেছে তামিলনাড়ু। সেখানে সংক্রমিত হয়েছেন আট হাজার দু’জন। মৃত্যু হয়েছে ৫৩ জনের। দিল্লিতে করোনায় আক্রান্ত সাত হাজার ২৩৩ জন। মৃত্যু হয়েছে ৭৩ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত দু’হাজার ৬৩ জন। মৃত্যু হয়েছে ১৯০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৪৯৯ জন। গতকাল সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৩৭৪। শুধুমাত্র করোনায় কারণে মৃত্যু হয়েছে ১১৮ জনের।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।