আলাপন: বিদেশে কর্মরত বাংলাদেশী শ্রমীকদের সমস্যা ও সম্ভাবনা

বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান মাধ্যম রেমিট্যান্স। এবং ঐ রেমিট্যানন্সের বেশীর ভাগই এখনো মধ্যপ্রাচ্য নির্ভর। কিন্তু যাদের ঘামে ঐ রেমিট্যান্স পায় বাংলাদেশ- তাদের কি অবস্থা, কেন তারা নির্যাতিত হন সেখানে, এক্ষেত্রে কি করছে বাংলাদেশ সরকার- এমন নানা প্রশ্নের জবাব খুঁজতেই আমাদের আজকের আলাপন। উল্লেখ্য বাংলাদেশে বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১০ মাসে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২০ হাজার ৬৯২ বাংলাদেশী।

আলাপনে আজকে অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্থা Refugee and Migratory Movements Research বা রামরু’র প্রধান ড. তাসনিম সিদ্দিকী, ওয়্যারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক এবং ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের কর্মসূচি প্রধান শরিফুল ইসলাম হাসান। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন রোকেয়া হায়দার ও তাওহীদুল ইসলাম।

Your browser doesn’t support HTML5

আলাপন: বিদেশে কর্মরত বাংলাদেশী শ্রমীকদের সমস্যা ও সম্ভাবনা