বাংলাদেশে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্যকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত

বাংলাদেশে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় হত্যা মামলার পাশাপাশি অস্ত্র মামলাও হয়ে ছিলো। মামলায় ঐ আসনের জাতীয় পার্টির সাবেক আরেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্ণেল আবদুল কাদের খানকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার গাইবান্ধা জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এই রায় ঘোষণা করেন। অস্ত্র মামলায় একটি ধারায় কাদের খানের যাবজ্জীবন এবং অন্য আরেকটি ধারায় ১৫ বছর সাজা দেয় আদালত।

ঐ রায়ে সন্তুষ্টি প্রকাশ করে পাবলিক প্রসিকিউটর শফিকুর রহমান বলেন, অস্ত্রমামলায় সর্বোচ্চ শাস্তির আদেশ হওয়ায় নিহত লিটন এমপির পরিবার এবং আমরা খুশি।

অপরদিকে রায়ে অস্তুষ্টি প্রকাশ করে আসামী পক্ষের আইনজীবী এ্যাড.মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, এই রায়ে আমার মক্কেল ন্যায় বিচার পায়নি। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে অচিরেই আপিল করবো।

উল্লেখ্য, গত ২০১৬ সালের ৩১ ডিসেম্বর নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। হত্যায় ব্যবহৃত পিস্তল এবং গুলি কাদের খানের বাড়ি থেকে উদ্ধার করে ছিলো পুলিশ।

Your browser doesn’t support HTML5

বগুড়া সংবাদদাতা প্রতীক ওমরের রিপোর্ট।