বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মাত্রা বেড়েছে

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ অভিযোগ করেছে ২০১৯ সালের প্রথম ৪ মাসে দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়নের মাত্রা বেড়েছে। এক প্রতিবেদনে, পরিষদ এমন অভিযোগ করে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছে।

সংগঠনটির এক বৈঠকে পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত প্রতিবেদনটি উপস্থাপন করেন যাতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের সাম্প্রতিক কয়েকটি উদাহরণ তুলে ধরে বলা হয়েছে নির্বাচনোত্তর বিভিন্ন রাজনৈতিক দলের ভাঙাগড়ার এ পর্যায়ে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতন, জায়গা-জমি দখল, মন্দির উপাসনালয়ে বিগ্রহ ভাঙচুর সারাদেশে আবার বৃদ্ধি পেতে শুরু করেছে। নির্যাতন-নিপীড়ন বন্ধ করা না গেলে সংখ্যালঘুদের অস্তিত্ব অধিকতর হুমকির মুখে পড়বে বলে এতে আশংকা প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য ধর্মীয়-জাতিগত সকল সংখ্যালঘু সংগঠনগুলো আগামী ২৫ মে সারাদেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষণা করেছে পরিষদ।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।