ভারতের সর্বত্র পেঁয়াজের দাম অস্বাভাবিক মাত্রায় বাড়ছে, সবচেয়ে বেশি দাম বেড়েছে কলকাতায়। আজ বৃহস্পতিবার বাজারে প্রতি কিলোগ্রাম ১৫০ টাকায় পেঁয়াজ বিক্রি হয়েছে।
দেশজুড়ে অকাল বর্ষণ, বন্যা ও নানান প্রাকৃতিক দুর্যোগের ফলে এ বছর পেঁয়াজের চাষ মার খেয়েছে। মহারাষ্ট্রের নাসিক সারা ভারতের পেঁয়াজের চাহিদা অনেকটাই মেটায়, সেখানে এবার খুব কম ফলন হয়েছে। ফলে সারা ভারতের প্রতিটি রাজ্যে শুরু হয়েছে পেঁয়াজের জন্য হাহাকার। কেন্দ্রীয় সরকার প্রথমে পেঁয়াজ রফতানি বন্ধ করেছে, তারপরে তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করেছে, কিন্তু চাহিদার তুলনায় জোগান নেহাতই কম। ফলে দেশের নানা রাজ্যের বাজারে কোথাও কিলোগ্রাম পিছু দাম দাঁড়িয়েছে ৭০ থেকে ৯০ টাকা। কিন্তু সবাইকে ছাড়িয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ।
আজ বৃহস্পতিবার কলকাতায় আর মুর্শিদাবাদের বাজারে পেঁয়াজের কিলো ছিল ১৫০ টাকা। রান্নার অতি প্রয়োজনীয় এই আনাজের দাম এত লাগামছাড়া ভাবে বেড়ে চলেছে যে সরকার সামাল দিতে পারছে না। এই বিষয়ে সংসদের চলতি অধিবেশনে বিরোধী পক্ষের আক্রমণে তাদের দিশেহারা অবস্থা। কবে সুরাহা হবে, তার কোন সদুত্তর নেই।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে দীপংকর চক্রবর্তী'র রিপোর্ট।