দুর্নীতির দায়ে আওয়ামী লীগ সংসদ সদস‌্যের তিন বছরের কারাদণ্ড

বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস‌্য আব্দুর রহমান বদিকে দুর্নীতির দায়ে তিন বছরের কারাদণ্ড এবং দশ লাখ টাকা জরিমানা করেছে আদালত।

সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুই বছর আগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় কক্সবাজার জেলার একটি আসনের সংসদ সদস্য বদির উপস্থিতিতে বুধবার ঢাকার একটি আদালত এই রায় দিয়েছে।

বাংলাদেশে এই প্রথম কোন ক্ষমতাসীন সংসদ সদস্যের বিরুদ্ধে করা কোন মামলায় আদালত সাজা প্রদান করলো। মামলার অভিযোগ পত্রে আসামি বদির বিরুদ্ধে প্রায় চার কোটি টাকার সম্পদের তথ্য গোপনের পাশাপাশি ঘোষিত আয়ের বাইরে অতিরিক্ত সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়েছিল। তবে অতিরিক্ত সম্পদের মালিক হওয়ার অভিযোগ থেকে আদালত তাঁকে খালাস দিয়েছে।

বদির আইনজীবী রায়ের পর অবশ্য বলেছেন এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

দুর্নীতির দায়ে আওয়ামী লীগ সংসদ সদস‌্যের তিন বছরের কারাদণ্ড