বাংলাদেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় ও বিভিন্ন নাগরিক অধিকার এবং মানবাধিকার সক্রিয়বাদীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঐ নির্বাচনের আগে-পরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ এবং শংকা প্রকাশ করেছেন। তারা এই শংকার কথা সরকার এবং অপরাপর রাজনৈতিক পক্ষকে ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন।
উল্লেখ মোট ভোটারের ১২ শতাংশ হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ গত বেশ কিছুদিন ধরে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও সমাবেশ করে এবং সরকারের কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন-নির্যাতনের কথাও তুলে ধরেছেন। কিন্তু সংগঠনটির নেতৃবৃন্দ বলছেন এতে কার্যকর তেমন কিছুই হয়নি। নির্বাচনের আগে এসে তারা সংখ্যালঘু নির্যাতনকারীদের মনোনয়ন না দেয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়েছেন।
এই পরিস্থিতিতে বাংলাদেশ-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মহাসচিব এ্যডভোকেট রানা দাশগুপ্ত ভয়েস অব আমেরিকার সাথে এক সাক্ষাৎকারে নির্বাচনকে কেন্দ্র করে তাদের নিরাপত্তার উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয় বিস্তারিত জানিয়েছেন।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।