শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় বিজয় দিবস উদযাপিত

১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের দিন বিজয় দিবস বুধবার মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সমগ্র দেশে উদযাপিত হয়েছে।

১৯৭১ এর ১৬ই ডিসেম্বর পাকিস্তানী দখলদার বাহিনী বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতের সামরিক বাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্ম সমর্পণের মধ্য দিয়ে শেষ হয় ৯ মাস ব্যাপী মহান স্বাধীনতা যুদ্ধের এবং বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশের। দিনের কর্মসূচীর সূচনা হয় অতিপ্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বি এন পি প্রধান খালেদা জিয়া, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং হাজার হাজার সাধারন মানুষ। বিজয় দিবস উপলক্ষে সারাদেশে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধের উপর আলোচনা। বিজয় দিবসের অন্যতম আকর্ষণ ছিল ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে সামরিক বাহিনীর কুচকাওয়াজ।

Your browser doesn’t support HTML5

শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় বিজয় দিবস উদযাপিত