এবার অমিত-মমতা বৈঠক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গতকাল দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে, আজ দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে।

সমালোচকদের বক্তব্য, সারদা চিট ফান্ড কেলেঙ্কারির হাত থেকে রেহাই পেতেই মমতা বন্দ্যোপাধ্যায় একবার নরেন্দ্র মোদী, আর একবার অমিত শাহের কাছে ছোটাছুটি করছেন। আজ দুপুর দেড়টায় রাজধানী দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে আধ ঘণ্টার বৈঠক শেষে বেরিয়ে অপেক্ষমান সাংবাদিকদের মমতা বলেন- বাংলাদেশ, নেপাল ও ভূটান এই তিনটি বিদেশী রাষ্ট্রের সাথে পশ্চিমবঙ্গের সীমান্ত রয়েছে। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করা তাঁর সাংবিধানিক দায়িত্ব। তিনি বলেন, "পশ্চিমবঙ্গে এনআরসি'র প্রয়োজন নেই। কিন্তু অসমের নাগরিকপঞ্জি থেকে এত লক্ষ হিন্দু, মুসলমান, বাঙালী, অসমিয়ার নাম বাদ পড়েছে, এঁদের মধ্যে বহু প্রকৃত ভারতীয় নাগরিক আছেন। অমিত শাহকে বলেছি, তাঁদের তালিকাভুক্ত করার সুযোগ দেওয়া হোক। তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।"

উল্লেখ্য, গতকাল কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মমতা বলেছিলেন, এনআরসি অসমের ব্যাপার।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপংকর চক্রবর্তী'র রিপোর্ট।