সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ

সৌদি আরবের সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৪ ফেব্রুয়ারি ঐ দেশটির সাথে প্রতিরক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ। বর্তমানে সৌদি আরব সফররত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমদ সৌদি যৌথবাহিনী প্রধান ফায়াদ আল রুয়ায়লীর সাথে বৈঠক শেষে সেনা প্রধান ঐ সিদ্ধান্তের কথা জানান। রিয়াদের বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ঐ চুক্তির মাধ্যমে সৌদি এবং ইয়েমেনের সীমান্তবর্তী যুদ্ধ বিধ্বস্ত এলাকায় মাইন অপসারণের কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী। চুক্তির আওতায় ১৮০০ বাংলাদেশী সেনাসদস্য মোতায়েন করা হবে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশের সেনাপ্রধান জানিয়েছেন সৌদি আরবের ইসলামিক মিলিটারী কাউন্টার টেরোরিজম কোয়ালিশন-এ বাংলাদেশ থেকে একজন ব্রিগেডিয়ার জেনারেলসহ ৪ জন কর্মকর্তাকে নিয়োগের জন্য নাম দেয়া হয়েছে। ঐ কোয়ালিশনের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে সেনাপ্রধান জানান।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।