ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বিগত কয়েক বছরের তুলনায় এবার অনেক বেশি: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র

বাংলাদেশের রাজধানি ঢাকায় এডিস মশা বাহিত ডেঙ্গু রোগের বিস্তার উদ্বেগের বিষয় বলে উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বা ডিএসসিসি'র মেয়র সাইদ খোকন নগরবাসিকে আতংকিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার ঢাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঢাকা কার্যালয়ের কর্মকর্তাদের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করে সাইদ খোকন ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে জানিয়ে জনসচেতনতার প্রতি জোর দেন। তিনি বলেন, বিগত কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি।

বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভারপ্রাপ্ত প্রতিনিধি ড. এডউইন স্যালভেদর বলেন, ডেঙ্গু এবং এডিস মশা নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিটি করপোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য সরকারি সংস্থার সাথে কাজ করতে আগ্রহী। বাংলাদেশে আগের বছরের তুলনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যার দিক থেকে এবছরের সার্বিক পরিস্থিতি বেশ জটিল বলে তিনি উল্লেখ করেন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।