বাংলাদেশে ৬.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত

বাংলাদেশে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে দেশব্যাপী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে উৎপত্তিস্থলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের চাউক এলাকায়। আর কেন্দ্র ছিল ভৃ-পৃষ্ঠের ৮৪ কিলোমিটার গভীরে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে, উৎপত্তিস্থল ঢাকা থেকে দক্ষিণ-পূর্বে ৫৩৫ কিলোমিটার দূরে।

ভূমিকম্পে ঢাকা, চট্টগ্রামসহ দেশজুড়ে মানুষের মধ্যে তীব্র আতংকের সৃষ্টি হয়। তারা রাস্তা অথবা খোলা স্থানে নেমে আসেন। হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখনো পর্যন্ত বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে ৬.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত