পশ্চিমবঙ্গে নারদ স্টিং অপারেশন মামলায় অভিযুক্ত উচ্চপদস্থ পুলিশ অফিসার এসএমএইচ মির্জাকে আজ ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই গ্রেফতার করেছে।
সারদা ও রোজভ্যালি চিট ফান্ড কেলেঙ্কারির পর নারদ দুর্ণীতি মামলায় সিবিআই এই প্রথম কাউকে গ্রেফতার করেছে। ২০১৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে সংবাদ সংস্থা নারদের সম্পাদক ম্যাথু স্যামুয়েল তৃণমূল নেতাদের দুর্ণীতি ফাঁস করার উদ্দেশ্যে একটি স্টিং অপারেশন চালান। তাঁর গোপন ভিডিও ক্যামেরায় বেশ কিছু মন্ত্রী ও সাংসদের ঘুষ নেওয়ার ছবি ওঠে। এখন তাঁরা সকলেই অভিযুক্ত তালিকায় আছেন এবং ভিডিও'র সত্যতা যাচাইয়ের পর তাঁদের গলার স্বরের নমুনা সংগ্রহ করা হয়ে গিয়েছে। এর মধ্যে তৃণমূল নেতৃত্বের ঘনিষ্ঠ পুলিশ অফিসার মির্জা গ্রেফতার হওয়ায় একদা তৃণমূল অধুনা বিজেপি নেতা মুকুল রায়ের কপালে চিন্তার ভাঁজ পড়বে নিঃসন্দেহে। কারণ নারদ স্টিং অপারেশনে গোপন ক্যামেরায় ধরা পড়েছে যে মুকুল রায় ঘুষের পাঁচ লক্ষ টাকা নিজে না নিয়ে মির্জার হাতে দিতে বলছেন। এবং পরে মির্জাকে সেই টাকা গুনতেও দেখা গিয়েছে। বোঝা যাচ্ছে, সিবিআই ধীরে ধীরে তার জাল গুটিয়ে আনছে।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে দীপংকর চক্রবর্তী'র রিপোর্ট।