মিয়ানমারের সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে মিয়ানমারের বিভিন্ন সংবাদমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার ঢাকায় দেশটির রাষ্ট্রদূত লুইন ও-কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বিষয়টির ওপর একটি আনুষ্ঠানিক পত্র হস্তান্তর করা হয় বলে মন্ত্রণালয়ের এক লিখিত বিবৃতিতে জানানো হয়েছে। সম্প্রতি মিয়ানমারের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২৪ জানুয়ারি ভোরে বাংলাদেশ থেকে একদল সন্ত্রাসী মিয়ানমারে প্রবেশ করে দেশটির লংগদু শহরের এক পুলিশ চৌকিতে আক্রমণ করেছে। ঐ সংবাদকে মিথ্যা ও বানোয়াট বলে বিবৃতিতে উল্লেখ করে বলা হয়েছে এটি নিশ্চিত ঐ দিন বাংলাদেশ থেকে কেউ মিয়ানমারে অনুপ্রবেশ করেনি বা গুলি ছোড়া হয়নি। বিবৃতিতে দৃঢ়ভাবে বলা হয় বাংলাদেশে কোন সন্ত্রাসী সংগঠনের উপস্থিতি নেই।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করা এবং সীমান্তে যৌথ টহলের জন্য ইতোমধ্যে বাংলাদেশ মিয়ানমারকে একটি প্রস্তাবনা দিয়েছে বলে উল্লেখ করে এতে বলা হয় কিন্তু মিয়ানমার এখনো এ বিষয়ে কোন সাড়া দেয় নাই।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।